Contact Us

Keep In Touch With Us.

Stay connected with us for updates, support, and the latest news.

Signboard north,Dhaka South city corporation
, Demara, Dhaka-1362
+8801854681577
info@marylandinstitutebd.com

Send a Message

Send a message and let’s start a conversation

Frequently Asked Questions.

মেরিল্যান্ড ইনস্টিটিউট আইসিটি, পেশাগত প্রশিক্ষণ, প্রকৌশল এবং টেকনিক্যাল দক্ষতার উপর বিভিন্ন কোর্স প্রদান করে। কিছু গুরুত্বপূর্ণ কোর্সের মধ্যে রয়েছে:

  • কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

  • গ্রাফিক্স ডিজাইন

  • ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট

  • ডিজিটাল মার্কেটিং

  • মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং কোর্স

  • সেফটি ও ওয়েল্ডিং প্রশিক্ষণ

হ্যাঁ, মেরিল্যান্ড ইনস্টিটিউট তার উচ্চমানের প্রশিক্ষণ কার্যক্রমের জন্য স্বীকৃত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) সহ অন্যান্য অনুমোদন সংস্থার সাথে মিল রেখে কাজ করছে।

পেশাগত ও টেকনিক্যাল দক্ষতা অর্জনে আগ্রহী যে কেউ আমাদের কোর্সে ভর্তি হতে পারে। আমরা স্বাগত জানাই:

  • শিক্ষার্থী

  • চাকরিপ্রত্যাশী

  • দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী পেশাজীবী

  • উদ্যোক্তা

আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন অথবা সরাসরি আমাদের ক্যাম্পাসে এসে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

হ্যাঁ! কোর্স সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়।

হ্যাঁ, আমরা শেখাকে আরও সহজলভ্য করার জন্য অনলাইন এবং অফলাইন উভয় ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অফার করি।

কোর্সের মেয়াদ প্রোগ্রামের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। আমরা প্রদান করি:

  • স্বল্পমেয়াদি কর্মশালা (১-৩ দিন)

  • পেশাগত প্রশিক্ষণ (১-৬ মাস)

  • অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রাম (৬-১২ মাস)

হ্যাঁ! আমরা শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, ফ্রিল্যান্সিং সাপোর্ট এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য সহায়তা প্রদান করি।

আমাদের ইনস্টিটিউট বাংলাদেশে অবস্থিত। সঠিক ঠিকানা জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনি আমাদের সাথে নিচের মাধ্যমে যোগাযোগ করতে পারেন:

  • Phone: +8801854681577

  • Email: info@marylandinstitutebd.com

  • Website: marylandinstitutebd.com

  • Social Media:@marylandinstitutebd